শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ের করুন দশা

রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ের করুন দশা

রুমা (বান্দরবান), ২৪ এপ্রিল, এবিনিউজ : বান্দরবান জেলার রুমা উপজেলার একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয়টি প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হলেও আজও শিক্ষক সংকট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত।

এ বিষয়ে বহুকাল ধরে রুমার অভিভাবক এবং সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করলেও বারবার একই আশ্বাস ও সাময়িক জোড়াতালি জাতীয় সমাধান ছাড়া স্থায়ী কোন সমাধান হয়নি। বর্তমানে বিদ্যালয়ে টেনেটুনে দিনে দু-তিনটির বেশি ক্লাস হয়না বললেই চলে। শিক্ষার্থীরা হোইহুল্লোর করে কোন রকম দুপুর পার করে তারপর তাদের ছুটি দিয়ে দেয়া হয়।

নিয়ম মোতাবেক বিকেল ৪ টা পর্যন্ত পাঠদান হওয়ার কথা থাকলেও বিগত কয়েক মাসের মধ্যে কোন দিনই দুপুরের পরে ক্লাস হতে দেখা যায়নি। শিক্ষার মানোন্নয়নে এবং মাধ্যমিক শিক্ষাকে একটি নির্ধারিত মানে স্থিতিশীল রাখতে হলে কর্তৃপক্ষের নিয়মিত বিদ্যালয় পর্যবেক্ষণ ও শিক্ষক সংকট দূর করার কোন বিকল্প নেই।

একদিকে শিক্ষক সংকট এবং অপরদিকে বিদ্যালয় পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিত না হওয়ায় শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে স্বেচ্ছাচারিতা, এতে অবনতি ঘটছে শিক্ষার গুণগত মানের এবং পিছিয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা। রুমা একটি প্রত্যন্ত অঞ্চল হওয়াতে বহুবার বিদ্যালয়টিতে শিক্ষক নিয়োগ করা হলেও কোন শিক্ষকই রুমায় থাকতে চাননা। বদলি হয়ে আসার কয়েক মাসের মধ্যেই বদলীর ব্যবস্থা করিয়ে ফেলেন, এতে শিক্ষক বারবার নিয়োগ দিয়েও কোন সমাধান হচ্ছেনা।

এ বিষয়ে রুমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে ফোনে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় শুনে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। বর্তমানে রুমা সরকারী রুমা উচ্চ বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র চারজন শিক্ষক। রুমা কেন্দ্র থেকে এ যাবৎ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জিত হয়নি, বিগত ২০১৭ সালে পাসের হার ছিলো ৮৫ শতাংশ, এটিই ছিলো কেন্দ্রের সর্বোচ্চ পাসের হার। ১৮৮৯ সালে জাতীয় করণের পর থেকে অবকাঠামোগত এবং জনবল সংক্রান্ত নানা সমস্যার কারণে কেন্দ্রটি পিছিয়ে পড়ে আছে বলে অভিযোগ করে আসছেন স্থানীয় সচেতন মহল।

এবিএন/চনুমং মারমা/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত