শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহ, ২৪ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঞ্জুমা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে উপজেলার রঘুনাথপুর বাসস্ট্যান্ডে একটি সিমেন্ট বোঝায় ট্রাকের নীচে চাপা পড়ে তিনি নিহত হন।

নিহত মঞ্জুমা খাতুন রঘুনাথপুর গ্রামের বসু উল্লাহ পাটোয়ারির স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে যশোর থেকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক (যশোর ট ১১-৩৭৪৯) কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে ট্রাকটি উক্ত স্থানে পৌছালে রাস্তা পার হওয়ার সময় মঞ্জুমা খাতুন ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, রাস্তা পার হওয়ার সময় রঘুনাথপুর নামক স্থানে ট্রাকের নীচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।

এবিএন/যবনিকা/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত