![আক্কেলপুরে তথ্য অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/akkelpiur-sova_136638.jpg)
আক্কেলপুর(জয়পুরহাট) , ২৪ এপ্রিল, এবিনিউজ : জয়পুরহাটের আক্কেলপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, আক্কেলপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা প্রমুখ।
এছাড়া ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী বক্তব্য রাখেন।
এবিএন/ আতিউর রাব্বী তিয়াস/জসিম/নির্ঝর