![ঘাটাইলে ভতূর্কী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/tangail-jontro-bitoron_136642.jpg)
ঘাটাইল(টাঙ্গাইল) , ২৪ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলের ঘাটাইলে আজ মঙ্গলবার ভতূর্কী মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে ভতূর্কী মূল্যে ধান মাড়াই মেশিন সহ এসব কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
খামার যান্তিকীকরনের ফসল উৎপাদন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় কৃষকদের এসব যন্ত্রপাতি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমুখ।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/নির্ঝর