![আত্রাইয়ে যুবলীগের হামলায় ছাত্রলীগ নেতা আহত: গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/greptar_abnews_24_136644.jpg)
আত্রাই (নওগাঁ), ২৪ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন যুবলীগের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গুরুতর আহত হয়েছেন।
আহত ছাত্রলীগ সভাপতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার উপজেলার সমসপাড়া হাটে।
আত্রাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সমসপাড়া গ্রামের হজরত মীরের ছেলে রাহুল আক্তার রণির (২৬) সাথে পার্শবর্তী বৈঠাখালী গ্রামের লোকজনের বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে গতকাল সোমবার দুই পক্ষ সমসপাড়া হাটে গেলে কথা কাটাকাটির এক পর্যায় বিশা ইউনিয়ন যুব লীগের হামলায় রণি গুরুতর আহত হন। পরে আহত রণিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন বিশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বৈঠাখালী গ্রামের আলমগী প্রাং (৪১), ও একই গ্রামের ইউনিয়ন যুবলীগের সদস্য হবিবর রহমানকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/রুহুল আমিন/জসিম/এনকে