![বদলগাছীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/atok_abnews_24_136652.jpg)
বদলগাছী (নওগাঁ), ২৪ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে ৯০পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টায় উপজেলার মিঠাপুর ইউপির সাগরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল রানা(২৪) পলিথিনে মুড়িয়ে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়ী ফিরছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার এস আই জোবায়ের হোসেন ও এস আই মাহবুব আলম অভিযান চালিয়ে সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে সাগরপুর গ্রামের সাদেক আলীর ছেলে নিতু (২৮) সহ দুইজনকে আসামী করে বদলগাছী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এনকে