![সিরাজগঞ্জে রিক্সা শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে সড়ক অবরোধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/sirajgonj@abnews_136659.jpg)
সিরাজগঞ্জ, ২৪ এপ্রিল, এবিনিউজ : জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য টাইগার বাবুকে মারপিট করার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার ষ্টেশন এলাকার সকল সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাজার ষ্টেশন এলাকা থেকে ঢাকা রোড, বগুড়া রোড, এসএস রোড, পৌরসভা রোড ও থানা রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে ২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম জানান, শহরের যত্রতত্র ব্যাটারি চালিত ইজিবাইক স্ট্যান্ড করে যানজট ও জনদূর্ভোগের সৃষ্টি হয়। এ নিয়ে পৌর মেয়রের নির্দেশে শহরের বিভিন্ন স্থানে সাইনবোর্ড টানিয়ে রিক্সাভ্যান ও ইজিবাইক স্ট্যান্ড করার স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। এসব বিষয় নিয়ে আজ সকাল রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষে মাইকিং করছিলেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য টাইগার বাবু। শহরের কাঠের পূল এলাকায় মাইকিং নিয়ে পৌছলে ইজিবাইক শ্রমিক নেতা কালুর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। এ সময় তাকে ব্যাপক মারপিট ও মাইক ভাংচুর করে তারা। এ ঘটনার প্রতিবাদে আমরা বাজার ষ্টেশন এলাকায় সড়ক অবরোধ করেছি। পরে পুলিশ সুপার বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রিক্সা শ্রমিকের এক নেতাকে মারপিট করায় সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে শহরের বাজার ষ্টেশন এলাকার কয়েকটি সড়ক বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারপিটের বিষয়ে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর