![ইবিতে ‘কারিকুলাম ডিজাইন এন্ড রিভিউ’ শীর্ষক সেমিনার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/abnews24_136661.jpg)
ইবি (কুষ্টিয়া),২৪ এপ্রিল, এবিনিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ট্রেনিং কারিকুলাম ডিজাইন এন্ড রিভিউ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এবং রিসোর্স পারর্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস.এম কবীর। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবহান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন, ‘একবিংশ শতাব্দিতে মানসম্পন্ন উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে হলে সঠিকভাবে কারিকুলাম ডিজাইন ও রিভিউয়ের প্রয়োজন রয়েছে। এছাড়া প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে হলে লাইফ টাইম লার্লিং স্কিলের প্রয়োজন।’
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা