![বাউফলে বাদীকে প্রান নাসের হুমকী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/potuakhali@abnews_136663.jpg)
বাউফল (পটুয়াখালী) , ২৪ এপ্রিল, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে বাদী রেজাউল করিম কে মামলা তুলে না নিলে বিবাদীর বাবা নাজিম সিকদার প্রান নাসের হুমকী দিয়েছেনে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ মার্চ টাকা পয়সা লেনদেন নিয়ে বাদী রেজাউলের সাথে বিবাদী নাজিম সিকদারের ছেলে নাইমের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায় নাইম রেজাউলকে মারপিট করে জহম করে।
পরে রেজাউল বাউফল সদর হাসপাতালে ভর্তি হন এবং নাইমকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় বর্তমানে বিবাদী নাইম পটুয়াখালী জেল হাজতে আছেন ।নাইমের বিরুদ্ধে পটুয়াখালী বিজ্ঞ আদালতে সেশন মামলা চলমান আছে।উক্ত মামলা তুলে নেওয়ার জন্য বাদী নাইমের বাবা নাজিম উদ্দিন বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ, বাদী ও তার স্ত্রীরকে প্রান নাসের হুমকী দিয়ে আসছেন নাজিম সিকদার।
প্রান নাসের হুমকীর পরিপেক্ষিতে বাদী রেজাইল করিম বাদী হয়ে গতকাল ২৩( এপ্রিল) বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করেন । যার নং-৯৯০।
এব্যাপারে ওসি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/দেলোয়ার/জসিম/নির্ঝর