শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ময়মনসিংহে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ, ২৪ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৪ এপ্রিল রাতে ময়মনসিংহ নগরীর সেহরা মুন্সিবাড়ী এলাকার ময়মনসিংহ হোমিওপ্যাথিক কলেজের সামনে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাত করে মোঃ দিহান (২২) নামে এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা।

এই হত্যাকান্ডের প্রধান আসামি শামীমসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা হলেন, সুজন ও মিজানুর রহমান হৃদয়।

আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান আশিক এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দিহান হত্যাকান্ডের ১০ দিনপর সোমবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার চরভুলার আলগী এলাকা থেকে প্রধান আসামি শামীমসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

তিনি আরও জানান, আসামিরা প্রথমিকভাবে দিহানকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রধান আসামি শামীমকে ১৬৪ ধারা জবান্দি, সুজন ও হৃদয়কে ৭ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে ।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত