![গলাচিপায় স্যানিটেশন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/abnews24.bbbb_136669.jpg)
পটুয়াখালী, ২৪ এপ্রিল, এবিনিউজ: ‘বদলে দেই আমাদের পৃথিবী’ শ্লোগানে টেকসই উন্নয়নের ২০৩০ সালের লক্ষমাত্রার লক্ষে এডিডি ইন্টারন্যাশল বাংলাদেশ এরআয়োজনে, শারীরিক প্রতিবন্ধী ও কলেজ শিক্ষার্থী সাথীর সঞ্চালনায়, পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে, এর সহ স্যানিটেশন প্রকল্পের অভিজ্ঞতানিয়েপটুয়াখালীর গলাচিপা পৌর সভার হল রুমে আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় প্রতিবন্ধী নারী ও শিশুদের স্যানিটেশন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায়, প্রতিবন্ধীদের জনসচেতনতার বৃদ্ধির জন্য ডিইন্টান্যাশনালের নতুন স্যানিটেশনের প্রযুক্তির স্বল্প খরচে,টয়লেট ব্যবহার সহ বিভিন্ন সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের পরামর্শ দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি গলাচিপা উপজেলার ভাইস চেয়ারম্যান, মো. মতি মিয়া, পৌর প্যানেল মেয়র আনজুমান আরা,
এডিডি ইন্টারন্যাশনাল এর প্রোজেক্ট কো- অডিনটর মো. ইকবাল মাহমুদ, পটুয়াখালী জেলার প্রতিভা প্রতিবন্ধী উন্ননয় সংস্থার সভাপতি, মো. আবুল কালম আজাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল , ১২৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিবন্ধী অভিভাবক ও উপস্থিত ছিলেন।
এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা