![ফুলবাড়ীতে তথ্য অধিকার আইন জনঅবহিত করণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/abnews24.bbbbbb_136671.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৪ এপ্রিল, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় ফুলবাড়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্য, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিতব্য এ সভায় সুচনা বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উঁরাও, তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ভুইয়া মো. আতাউর রহমান প্রমুখ্য।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা