![শিবপুরে নবাগত ডিসির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/abnews24.bbbbbbbbbbbbb_136681.jpg)
শিবপুর (নরসিংদী), ২৪ এপ্রিল, এবিনিউজ: শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১টায় নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলার বিভিন্ন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন, মুক্তিযোদ্ধ ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তিনি বলেন, শিবপুরে সকল উন্নয়নমূলক কাজে যার যার অবস্থান থেকে একসাথে মিলেমিশে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে এসময় আরও বক্ত্যব রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা একে নাসিম আহমেদ হিরণ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মো: খোকন ভূঁইয়া ও ফারুক খানসহ ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ড ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষক, সাংবাদিক, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম পরিচিতি ও মতবিনিময় করেন।
এ ছাড়া প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন উপজেলা পরিষদ ভবণে মুক্তিযোদ্ধা কর্ণার, ফ্রন্ট ডেস্ক, উপজেলার সরকারী কর্মকর্তাদের ডিজিটাল হাজিরা ও আধুনিক অফিস কক্ষ, বেস্ট ফিডিং রুম উদ্বোধন করেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/তোহা