![ভোলায় জলদস্যুদের হামলায় ৮ জেলে আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/abnews24.bbbbbbbbbbbbbb_136682.jpg)
ভোলা, ২৪ এপ্রিল, এবিনিউজ: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা মাছ ধরতে গিয়ে এবার জলদস্যুদের হামলার শিকার হয়েছে ৮ জেলে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত জেলে ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে জেলেরা লুকিয়ে মেঘনা মাছ ধরতে গেলে ৫ টি ট্রলার নিয়ে ৩০ থেকে ৩৫ জন জলদস্যু তাদেরকে চারদিক থেকে গিরে ফেলে। এসময় জলদস্যুরা জেলেদেরক এলোপাথারী ভাবে কোপাতে থাকে এতে ৮ জেলে মারাত্মাকভাবে আহত হয়।
জলদস্যুরা আহত জেলেদেরকে একটি নৌকায় ফেলে রেখে ৫ লাখ টাকা জাল, ২ টি নৌকার ইঞ্জিল ও ব্যাটারীসহ ৩ টি সোলার প্যানেল নিয়ে যায় তারা। আহতদেকে উদ্ধার শেষে স্থানীয়রা আজ সকালে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পুলিশ বা কোস্টগার্ড কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা