![দুর্গাপুরে সরকারী বই বিক্রির অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/natokona_abnews24 copy_136686.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ২৪ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুরে এবতেদায়ী মাদ্রাসার নামে উত্তোলন করা সরকারী নতুন বই মাদরাসার সভাপতি কর্তৃক বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানাগেছে, বাকলজোড়া ইউনিয়নে নগরসিংহা গ্রামে অবস্থিত ‘‘নগরসিংহা এবতেদায়ী মাদ্রাসার’’ নামে প্রতি বছরই সরকারী বই উত্তোলন করা হয়ে থাকে। যেখানে কোন ঘর নেই, নেই কোন শিক্ষার্থী। নামেমাত্র কয়েক জন ব্যাক্তি শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে শিক্ষার্থী বিহীন প্রতিষ্ঠানের নামে প্রতি বছর সরকারী বই উত্তোলন করছেন এ চক্রটি।
মাদ্রাসার সভাপতি মোঃ আ. ওয়াহাব ২৭৭পিচ সরকারী নতুন বই এলাকার ভাঙ্গারী দোকানীর কাছে বিক্রি করার সময় স্থানীয় সারজ আলী, মোহাম্মদ আলী ও হাবেল মিয়া হাতেনাতে ধরে ফেলে। পরবর্তিতে আটককৃত বইগুলি স্থানীয় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের কাছে জমা রাখা হয়।
স্থানীয় মো. মঞ্জুরুল হক এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেণ। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বই বিক্রির ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা