বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তিতাসে এক গৃহবধূকে হত্যার অভিযোগ

তিতাসে এক গৃহবধূকে হত্যার অভিযোগ

তিতাস (কুমিল্লা), ২৪ এপ্রিল, এবিনিউজ: কুমিল্লার তিতাস উপজেলায় গৃহবধূকে পরিখল্পিত হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে দামাচাপার চেষ্টা এবং স্থানীয় কিছু টাউট বাটপার ৭ লাখ টাকায় রফাদফা করেছে বলে অভিয়োগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি গ্রামের শহিদ মিয়ার বাড়ীতে। এলাকাবাসী সুত্রে জানা যায় শহিদ মিয়াপর ছেলে মো. সোহাগ তার স্ত্রী জান্নাতুল(২০)কে সোমবার রাতে মিথ্যা অপবাদ দিয়ে বেদরক মারধর করে।

এক পর্যায়ে সে অচেতন হয়ে পরলে মাথায় পানি ঢেলে স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে পাষন্ড স্বামী সোহাগ। এসময় বাড়ীর আশপাশের লোকজন এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইলে সোহাগের বাবা-মা ও সোহাগ জানায় স্ট্রোক করেছে। লোকজন চলে গেলে অনেক রাত পর্যনÍ জান্নাতের জ্ঞান না ফিরলে তার মৃত্যু নিশ্চিত ভেবে নিজেদেরকে নির্দোষ প্রমানিত করতে রাতেই স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে দাগ লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। রাতেই ওই গ্রামের কিছু টাউট বাটপার রফাদফার চেষ্টা করে।

কিন্তু রাতে কোন সিদ্ধান্তে পৌছতে না পেরে আজ মঙ্গলবার সকালে ডাক্তার হুমায়ুন,মোস্তফা ও জামান ৭ লাখ টাকা রফাদফা করে ময়না তদন্ত ছারা মরদেহ দাফন করার জন্য ওই দালাল চক্রটি প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিটক গেলে তিনি জানিয়ে দেন যে ময়না তদন্ত ছারা দাফন করা যাবে না বললে থানায় আসে দুই পরিবারের লোকজনসহ দালাল চক্রটি।

তিতাস থানা পুলিশ মরদেহ দাফনের অনুমতি না দিয়ে ঘটনা স্থলে গিয়ে সুরুতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ সকালে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর কথা রয়েছে। এলাকাবাসী আরো জানায় দুই বছর পূর্বে ওই গ্রামের মজিবুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস(২০) একই গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে মো.সোহাগ মিয়ার সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে মীম নামের (৯ মাসের) একজন কন্যা সন্তান রয়েছে।

এবিএন/কবির হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত