বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর সাজা

দেবহাটা (সাতক্ষীরা), ২৪ এপ্রিল, এবিনিউজ: দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে গাজা ব্যবসায়ীর ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত গাজা ব্যবসায়ীর নাম আসাদুল ইসলাম (২২)।

সে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আফছার আলীর ছেলে বলে জানা গেছে। দেবহাটা থানার এসআই রাজিব কুমার ও এএসআই আমজাদ হোসেন মঙ্গলবার ভোররাতে ১ শত গাজা সহ আসাদুলকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ আসাদুলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সময় অপর ২ আসামীকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত