রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বেলাল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বেলাল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত এই কবির সাহিত্যে অবদানের কথা স্মরণ করে বলেন, তার কবিতা তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।

বেলাল চৌধুরী ছিলেন এ দেশের একজন পথিকৃৎ সাংবাদিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার লেখা মানুষকে সবসময় দেশপ্রেমের চেতনায় আলোকিত হতে উদ্বুদ্ধ করবে।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। বেলাল চৌধুরী ৭৯ বছর বয়সে আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বাসস।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত