শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভালুকায় এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

ভালুকায় এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

ভালুকায় এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

ভালুকা (ময়মনসিংহ), ২৪ এপ্রিল, এবিনিউজ: ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভালুকা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার মামলাটি করেন ধর্ষিতার নানা বানেছ আলী।ঘঁটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাটাজোর গ্রামের মা.বাবা হারা বানেছ মিয়ার নাতনী ৬ বছরের শিশু কন্যা মঙ্গলবার দুপুরে একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের বাড়ীর কাছে খেলতে গেলে,ওই বাড়ীর নুরুল ইসলামের ছেলে মিলন(১৬) তাকে সেই সময় চকলেট খাওয়ানোর প্রলোভনে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করতে চেষ্টা করে পরবর্তীতে মেয়েটির ডাক চিৎকারে,বাড়ীর পাশের এক মহিলা এগিয়ে আসলে মিলন দৌড়াইয়া পালিয়ে যায়।

পরে শিশুটি তার নানীর কাছে ঘঁটনা খুলে বললে পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করার জন্য কিছু এলাকার প্রভাবশালীরা চেষ্টা চালায়। বিষয়টি ভালুকা মডেল থানার ওসির নজরে আসলে মঙ্গলবার দিন পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে এবং এই ব্যাপারে একটি মামলা দায়ের করে। (যার নং ৪৫ তাং ২৪/০৪/২০১৮)।

মামলার বাদী বানেছ মিয়া জানান,ধর্ষিতা মেয়েটি তার জন্মের ১৫মাসের মধ্যে তার মাকে হারান,পরে তার বাবাও তাকে ফেলে চলে যান। বর্তমানে মেয়েটি আমার বাড়ীতে থাকে । আমি অনেক চেষ্টা করছি মেয়েটিকে মানুষের মত মানুষ করতে।

কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন,আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলো মেয়েটির পরিবার । আমি তাদেরকে আইনগত সহযোগিতা নিতে বলি। তবে স্থানীয় সমাজপতিরা বিষয়টি নিয়ে মিমাংসা করতে চেষ্টা করছিলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এস আই জীবন চন্দ্র বর্মন জানান,আমি মেয়েটিকে উদ্ধার করে থানায় আনার পর তার জবানবন্দী মোতাবেক মামলাটি রেকর্ড করা হয়। মেয়েটিকে মেডিকেল করাতে ও তার জবানবন্দী রেকর্ড করাতে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত