বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইয়ে এগিয়ে রিয়াল

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইয়ে এগিয়ে রিয়াল

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরিনায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

এই নিয়ে ২৫তমবারের মতো ইউরোপিয়ান কোন প্রতিযোগিতায় এবং সপ্তমবারের মতে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বায়ার্ন ও রিয়াল। দু’দলের সর্বশেষ তিন মুখোমুখির ফলাফল নিয়ে এএফপির পর্যালোচনা।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল :

দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে জিতে সেমিতে ওঠে রিয়াল। প্রথম লেগে রিয়াল ২-১ গোলে হারায় বায়ার্নকে। ৪৭ ও ৭৭ মিনিটে রিয়ালের হয়ে দু’টি গোল করেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে ম্যাচে প্রথম লিড নিয়েছিলো বায়ার্ন। ২৫ মিনিটে ভিদাল দলকে এগিয়ে দেন। কিন্তু পরবর্তীতে রোনাল্ডোর ঝলকে ম্যাচটি জিতে নেয় রিয়াল। দ্বিতীয় লেগের ম্যাচটি ৪-২ গোলে জিতে সেমির টিকিট নিশ্চিত করে রিয়াল।

তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফলের জন্য অতিরিক্ত সময়ে লড়াই করতে হয়েছিলো রিয়াল ও বায়ার্নকে।

রিয়ালের মাঠে ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বায়ার্নের লিওয়ানদোস্কি। ফলে দু’লেগ মিলিয়ে শেষ আটে ২-২ সমতা আসে। ৭৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনলেও দু’লেগ মিলিয়ে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো।

২ মিনিট বাদে এবার গোলের আনন্দে নেচে ওঠে বায়ার্ন। রিয়ালের রামোসের আত্মঘাতী গোলে ম্যাচে লিড ও দু’লেগ মিলিয়ে সমতা আনতে পারে বায়ার্ন। ওই সময় ম্যাচে ২-১ গোলে এগিয়ে ছিলো বায়ার্ন এবং দু’লেগ মিলিয়ে ম্যাচে ৩-৩ সমতা ছিলো। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

আর সেখানেই বাজিমাত করে রিয়াল। ১০৫ ও ১১০ মিনিটে দু’টি গোল করে রিয়ালকে জয়ের স্বপ্ন দেখান রোনাল্ডো। এরপর ১১২ মিনিটে আসেনসিও রিয়ালের হয়ে সর্বশেষ গোল করে দলের জয় নিশ্চিত করেন।

২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল :

দু’লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে ফাইনালে ওঠে রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠে করিম বেনজামার একমাত্র গোলে জয় পায় রিয়াল। প্রথম লেগ হারলেও ফাইনালে উঠার ভালো একটি সুযোগ ছিলো বায়ার্নের। কারন পরের লেগটি ছিলো তাদেরই মাঠে। কিন্তু সেখানেও ব্যর্থতার পরিচয় দেয় বায়ার্ন।

প্রথম লেগে কর্ষ্টাজিত হলেও দ্বিতীয় লেগের ম্যাচ হেসেখেলেই জিতে নেয় রিয়াল। রামোস ও রোনাল্ডোর দু’টি করে গোলে দ্বিতীয় লেগ ৪-০ গোলে জিতে সেমিতে উঠে গ্যালাকটিকোরা। ৩৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ফাইনালে খেলার পথ পরিস্কার করে ফেলে রিয়াল।

২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল :

পেনাল্টি শুটে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্য়ান। দু’লেগ মিলিয়ে ম্যাচের স্কোর ছিলো ৩-৩। নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিলো বায়ার্ন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোমেজের গোলে জয়ের স্বাদ নেয় স্বাগতিকরা। ১৭ মিনিটে রিবেরির গোলে ম্যাচে প্রথম লিড নিয়েছিলো বার্য়ান। সেই লিড অনেক সময় পর্যন্ত ধরেও রেখেছিলো তারা। তবে ম্যাচের ৫৩ মিনিটে গোলটি পরিশোধ করে রিয়ালকে সমতায় নিয়ে আসেন মেসুত ওজিল। ম্যাচ যখন সমতায় শেষ হবার পথে, ঠিক সেই মূর্হুতে অর্থাৎ ৯০ মিনিটে গোল করে দলকে জয়ের স্বাদ দেন গোমেজ।

তাই ২-১ গোলে এগিয়ে রিয়ালের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যায় বার্য়ান। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বায়ার্নকে চেপে ধরে রিয়াল। রোনাল্ডোর জোড়া গোলে ম্যাচের ১৪ মিনিটের ব্যবধানে ২-০ গোলে লিড নেয় গ্যালাকটিকোরা।

২৭ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করতে পারে বায়ার্ন। গোলটি করেন রোবেন। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। ফলে দু’লেগ মিলিয়ে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এরপর অতিরিক্ত সময়েও স্কোরলাইনে কোন পরিবর্তন আনতে পারেনি রিয়াল ও বার্য়ান। এরপর পেনাল্টি শুটে ৩-১ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট পায় বায়ার্ন। বাসস।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত