![বিভাগীয় কমিশনারের ফুলবাড়ীয়া উপজেলা পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/ek_136699.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ২৪ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহ বিভাগের ১ম বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ঘটিকায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে তিনি একই ইউনিয়নের ভিক্ষুক পূর্নবাসনের আওতাধীন গৃহপ্রাপ্ত ভিক্ষুকদের ঘর, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠক, আশ্রায়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় শেষে তাদের মাঝে গাছের চারা ও ১০টাকা কেজি চাউলের কার্ড বিতরণ করেন এবং বিদ্যুতের শুভ উদ্বোধন করেন এবং এনায়েতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরির্দশন করেন। বিকেলে তিনি উপজেলা সদরের শিল্পকলা একাডেমির যাওয়ার রাস্তা পাকাকরণ এবং দু-তলায় সেবা প্রত্যাশীদের বসার স্থান উদ্বোধন করেন ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাইরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি , থানা অফিসার্স ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. ইমদাদুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, সাইফুজ্জামান, নূরুল ইসলাম মাস্টার প্রমূখ।
এবিএন/ হাফিজুল ইসলাম স্বপন/জসিম/তোহা