শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

ময়মনসিংহ, ২৪ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলা বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার শিবপুর গ্রামের জাসেম মিয়া (৫০), কাজীর বাহেরা গ্রামের জুয়েল মিয়া(৩২), সাগলী গ্রামের ফজলুল হক(৫২), বাবুল মিয়া (২৩), পলাশকান্দা গ্রামের তাহির উদ্দিন (৫৫), জহিদ মিয়া (২০), মাকরঝাপ গ্রামের খলিলুর রহমান(৬৫), কাহেদ গ্রামের আমিনুল হক(২৫), বাশাটির আ: ছাত্তার (৩৫), আবু সাঈদ(৫৫), আ: গনি(৫৩), আ: রাশিদ(৪৮), স্বপন মিয়া (২৫), শামীম মিয়া (১৬), দুবলী গ্রামের মাসুদ রানা(২১) শ্রীফলতলা কাজল ইসলাম (৩০) কে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, গ্রেফতার কৃতদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত