বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ড এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মাস্টারকার্ড-এর মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে সম্পাদিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব-উল-আলম এর নিকট মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ সংক্রান্ত দলিল হস্তান্তর করেন।

এর মাধ্যমে ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর প্রিন্সিপ্যাল সদস্য হিসেবে বিবেচিত হবে। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউভি ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও এএফএম কামাল উদ্দিন ও মাস্টারকার্ড এর ডাইরেক্টর গীতাঙ্ক দেবদীপ দত্ত সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত