বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর পল্টন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল তাকে স্মারকলিপি দিতে গেলে তিনি এ আশ্বাস দেন। এর আগে সাংবাদিকরা অভিযুক্ত মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনের বিচার দাবি করে ডিএমপি সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন।

সোমবার দুপুরে পল্টনের বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে বিএনপির বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপারসন মানিক। ওই সময় মানিকের কলার চেপে ধরেন মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন। তাকে ছাড়াতে গিয়ে লাঞ্ছিত হন আরমান। তাদের পুলিশের গাড়িতে তুলে থানাতেও নেওয়া হয়। সাংবাদিকের কলার চেপে ধরার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নিন্দার ঝড় ওঠে।

এদিকে ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দল তার কার্যালয়ে দেখা করেন। ওই সময় পুলিশ কমিশনার বলেন, সাংবাদিক নির্যাতনের বিষয়টি অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য গোলাম মুজতবা ধ্রুব জানান, তারা ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। পরে পুলিশ কমিশনারকে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এতে সোমবারের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পাশাপাশি গত কয়েক বছরে ঢাকায় পুলিশ আরও কয়েক সাংবাদিককে নির্যাতন করেছে উল্লেখ করে এরও বিচার দাবি করা হয়।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত