![লালমনিরহাটে মাদকসহ গ্রেফতার ৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/lalmonirhat-abnews_24_136710.gif)
লালমনিরহাট,২৪ এপ্রিল, এবিনিউজ :লালমনিরহাটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক দ্রব্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশের একাধিক দল।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, আজ মঙ্গলবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে অভিযান চালায় হাতীবান্ধা থানার এস আই নুর আলমসহ পুলিশের একটি দল।
এ সময় ২০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল ওয়াহেদ ও মনিরুল ইসলাম মিশু নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
একই সময় লালমনিরহাট সদর থানা পুলিশ ১০৩ পুরিয়া হেরোইনসহ আবু সাঈদ ও ২৫ পিচ ইয়াবাসহ লালু মিয়া নামে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অপর দিকে কালীগঞ্জ থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজিরুল মিয়া নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তাদের নামে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এস এম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এনকে