বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় নিহত ১০

টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় নিহত ১০

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এ ঘটনার পর পরই টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারী দল তৎপর হয়ে পড়ে। খবর এএফপি’র।

স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে কর্মব্যস্ত টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটে। গাড়িচালককে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। সাদা রঙের ভাড়া করা ওই গাড়ির চালক ঠিক কি কারণে এই নির্মম হত্যাকা- চালিয়েছে তা এখনো জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে চারটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানান। এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

৪২ বছর বয়সী রোকো সিগনিয়েলি বলেন, ‘আমি চারদিক থেকে আতঙ্কিত মানুষের চিৎকার শুনতে পাই। আমি পিছে ফিরে ট্রাকটিকে আমার দিকে আসতে দেখতে পাই। চালক গাড়িটি চালিয়েই যাচ্ছিলেন।’ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাসস।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত