![আশাশুনির শ্রীউলায় ঘূর্ণিঝড়ে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/ghurnijhor_abnews_24_136729.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ২৪ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে প্রলয়ঙ্করী ঘুর্নিঝড়ে দেওয়াল চাপা পড়ে এক জনের মৃত্যু এবং সহ¯্রাধিক ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে বা ভেঙ্গে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত হয়। এসময় শ্রীউলা ইউনিয়নের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঘুর্নিঝড় বয়ে যায়। ঝড়ের সময় বকচর গ্রামের আ. রশিদ সরদারের স্ত্রী রিজিয়া খাতুন ওজু করে নামাজ পড়তে ঘরে ঢোকেন।
প্রচন্ড ঝড়ে ঘরের চাল উড়ে যায় এবং মাটির দেওয়াল চাপা পড়ে তার মৃত্যু হয়। ঝড়ের প্রকোপে ৫/৬ টি স্কুল ও মাদরাসার চাল উড়ে গেছে এবং ৫/৬ শত ঘরবাড়ি সম্পূর্ণ ভাবে বিধ্বস্থ ও ৪/৫ শত ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে প্রচন্ড গতির ঘুর্নিবাতাস বয়ে যাওয়ায় সহ¯্রাধিক ঘরবাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতি গ্রস্থ, ৫টি স্কুল-মাদরাসার চাল উড়ে গেছে।
অসংখ্য গাছপালা উপড়ে গেছে। বকচর গ্রামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান হয়েছে।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এনকে