শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় শ্রমিকনেতার মৃত্যু

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় শ্রমিকনেতার মৃত্যু

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় শ্রমিকনেতার মৃত্যু

শেরপুর (বগুড়া), ২৪ এপ্রিল, এবিনিউজ : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার কড়িতলায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে সড়ক দূঘটনায় জুয়েল খান (৪৮) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল খান পৌর শহরের কোর্টপাড়া এলাকার মৃত হারুনর রশীদের ছেলে।

নিহত জুয়েল বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। তিনি শেরপুর পৌরসভায় পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুয়েল খান ভোর ৪ টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাবার সময় শহরের বাসস্ট্যান্ড কড়িতলায় ঢাকাগামী কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো ন-১৭-৩৮৭১) তাকে চাপা দিয়ে কড়ি গাছে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জুয়েল খান মারা যায়।

দুর্ঘটনাকারী কাভার্ডভ্যানটি বর্তমানে শেরপুর থানা হেফাজতে রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত