![পাঁচবিবিতে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/joipur_hat_abnews_24_136733.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৪ এপ্রিল, এবিনিউজ : আজ মঙ্গলবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবিতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
প্রধান আলোচক ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির, ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, সহকারি কমিশনার (ভুমি) একেএম হেদায়েতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে তথ্য কমিশনারের নিকট প্রশ্ন করে জানতে চায়।
এবিএন/সজল কুমার/জসিম/এনকে