![গোবিন্দগঞ্জে ইট ভাটায় জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/vata-jorimana_abnews_24_136734.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ), ২৪ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের নাকাই কলেজ পাড়া এলাকার এম এস এন নামক লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটার বিষাক্ত ধোয়ায় জমির ধান বিনষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ জমির মালিক দের ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ সহ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
গোবিন্দগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল রাফিউল আলম এ নির্দেশ দেন ও ইট ভাটার লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, নাকাই ইউনিয়নের নাকাই সরকার পাড়ার সাজ্জাদ হোসেনের এম এস এন নামক লাইসেন্স বিহীন ইটভাটার আগুন নির্গত বিষক্রীয়া দূষিত ধোয়া ছড়িয়ে পরলে ভাটার আশ পাশের জমির বিভিন্ন জাতের বোরো ধান নষ্ট হয়ে যায়।এতে ক্ষতিগ্রস্থ্য কৃষকের জমির ধান নষ্ট হয়ে যায়।
সরেজমিনে তদন্ত পূর্বক ক্ষতিপূরন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবরে ক্ষতিগ্রস্থ্য কৃষকরা লিখিত অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতে ২৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল রাফিউল আলমের নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু।
উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ,এস আই মজনু সঙ্গীয় পুলিশ সদস্য বৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে তদন্ত পূর্বক কোন রোগ বালাই ছাড়াই এম এস এন ইট ভাটার বিষাক্ত কালো ধোয়ায় ধান ক্ষেত নষ্ট হওয়ায় ধানের বর্তমান বাজার মূল্যে ৮'শ টাকা মন দরে নির্ধারন করে প্রতি বিঘা জমির জন্য ১৫ মন ধানের দাম ক্ষতিপূরন হিসাবে ক্ষতিগ্রস্থ্যদের আগামী ৭ দিনের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেন।
একই সাথে ওই ইট ভাটার লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিবানা করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,বিভিন্ন ভাবে পরিক্ষা নিরিক্ষা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এনকে