
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : আগের দুই আসরের মতো আবারো পর্যটন নগরী কক্সবাজারে বসতে যাচ্ছে সাবেক ক্রিকেটারদের মেলা। আগামী ২ মে দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে সমুদ্র সৈকতে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। টুর্নামেন্টের আগের দুই আসরে ছয়টি দল অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ৫টি দল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, র’নেশন্স খুলনা মাস্টার্স, সিলেট মাস্টার্স, চিটাগং মাস্টার্স ও রাজশাহী মাস্টার্স।
এবারের আসরের প্রতিটি ম্যাচ হবে ১০০ বলে। ১৫ ওভার পর্যন্ত হবে ৬ বলে। তবে শেষ ওভারটি হবে ১০ বলের। লীগ পর্বের ৫ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে। সেরা দুই দল উন্নীত হবে ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ মে।
অতীতের ভুল-ভ্রান্তি শুধরে এবার আরো একটি গোছানো টুর্নামেন্ট আয়োজন করতে চায় আয়োজকরা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল আইকনসহ পাঁচ ক্রিকেটারকে আগেই নিশ্চিত করেছে। তাই বাকি ক্রিকেটারদের এই ড্রাফটের মাধ্যমে বেছে নেয়া হয়।
ড্রাফট শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দুই আহবায়ক সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, পৃষ্ঠপোষক হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপ বাংলাদেশের পরিচালক সৈয়দ আবু যায়েদ মোহাম্মদ সাহের, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত এবং র'নেশন্স খুলনা মাস্টার্সের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
এবিএন/ মমিন/জসিম