![মিরপুরে বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/burn-unit_136747.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : মিরপুরে একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৭ মাসের এক শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে তামীম নামের ওই শিশুর বাবা মানিক (৩৫) ও মা মিনা (২৮)। তাদের দুজনের শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে।
দগ্ধ অবস্থায় শিশু তামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনের নিচতলায় মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর তারা ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তামিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মিনার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস লাইনে ত্রুটির কারণে ওই বাসার গ্যাস জমে গিয়েছিল এবং ওই অবস্থার মধ্যে সিগারেট ধরাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।
এবিএন/সাদিক/জসিম