![টি-টোয়েন্টিতে সাকিবের অসাধারণ ডাবল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/sakib_136753.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : টানা ২ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অবশেষে অপেক্ষার অবসান। সাকিব আল হাসান স্পর্শ করলেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট। পূরণ করলেন অসাধারণ এক ডাবলও। টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করা ও ৩০০ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় অলরাউন্ডার সাকিব।
গত ১৪ এপ্রিলে সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক ছোঁন সাকিব। ওই ম্যাচেই ‘ডাবল’ ছোঁয়ার ইঙ্গিত দিয়েছিলেন ২ উইকেট নিয়ে। কিন্তু একটি উইকেটের আক্ষেপ থেকে যায় তার। যেটা ছিল গত দুই ম্যাচেও।
কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন সাকিব। মঙ্গলবার সেই অপেক্ষার অবসান করলেন নিজের প্রথম ওভারেই। রোহিতকে স্লিপে ক্যাচ বানিয়ে মাইলফলক ছুঁলেন বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট আছে আর কেবল ৪ জনের। ৩৭৮ ম্যাচে ৪১৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর লাসিথ মালিঙ্গার। ২৭৬ ম্যাচে সুনিল নারাইন নিয়েছেন ৩২৪ উইকেট। ২৭৪ ম্যাচে শহিদ আফ্রিদির উইকেট ঠিক ৩০০টি।
৩০০ উইকেট নেওয়া এ ৪ জনের মধ্যে ব্যাট হাতে ৪ হাজার রান করেছেন কেবল ব্রাভো। অভিজাত এ ডাবলে এখন থেকে ব্রাভোর সঙ্গী সাকিব।
এবিএন/সাদিক/জসিম