মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
logo

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ডে নিহত ১০

ইন্দোনেশিয়ায় তেলকূপে অগ্নিকাণ্ডে নিহত ১০

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি অবৈধ তেলকূপে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অনেকে আহত হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে তেলকূপে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভয়াবহ গতিতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে আবাসিক এলাকার কমপক্ষে ৩টি বাড়িতে আগুন ধরে যায়। বুধবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্চ মাত্রায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় তা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : এএফপি

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত