বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জগন্নাথপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ), ২৫ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুরে হত দরিদ্র লোকজনের মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে।

জানা যায়, সারা বছর ধরে জগন্নাথপুর উপজেলার ৯ হাজার ৫শ’ জন তালিকাভুক্ত কার্ডধারী দরিদ্র লোককে খাদ্যবান্ধব কর্মসূচির চাল প্রদান করা হয়। প্রত্যেক মাসে জনপ্রতি ৩০ কেজি মাত্র ১০ টাকা কেজি দরে সরকার চাল বিতরণ করে আসছে।

জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়ে থাকে।

গতকাল মঙ্গলবার উপজেলার পাটলি ইউনিয়নের ইউনিয়ন অফিস পয়েন্ট নামক স্থানে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়।

এসময় জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের ইয়াকুব মিয়া, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ডিলার এম.আর চৌধুরী আহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/রিয়াজ রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত