![দাউদকান্দিতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদসভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/comilla-humanchain_136768.jpg)
দাউদকান্দি (কুমিল্লা), ২৫ এপ্রিল, এবিনিউজ : গত ২৩ এপ্রিল রাজধানীর পল্টনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির সিনিয়র রিপোর্টার আরমান কায়সার ও ক্যামেরাপার্সন মানিকের সাথে ডিএমপি ডিসি আনোয়ার হোসেনের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
আজ বুধবার সকাল ১০ টায় দাউদকান্দি মডেল থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় উপস্থিাত সাংবাদিকরা তাদের বক্তব্যে ডিসি আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনকারী সকলের শাস্তি দাবি করেন। তারা সাগর-রুনি হত্যাকারীদেরও খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানেরর দাবি জানান। নতুবা সারাদেশে সাংবাদিক ঐক্য গড়ে বৃহত আন্দোলনের ডাক দেয়ার ঘোষনা দেন।
বাংলা টিভির স্থানীয় প্রতিনিধি এস এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমএ করিম সরকার বাংলাদেশ প্রতিদিন, আলী হোসেন বাবুল যুগান্তর, মোঃ জসীম উদ্দিন মোল্লা দৈনিক সংবাদ, হানিফ খান নয়াদিগন্ত, জাকির হোসেন হাজারী ভোরের কাগজ, সৈয়দ শরীফ আহমেদ মোহনা টিভি, রাশেদুল ইসলাম লিপু সমকাল, মোহাম্মদ আলী শাহীন আমাদের সময়, ওমর ফারুক মিয়াজী কালের কণ্ঠ, মোঃ হাসানুজ্জামান বিজয় টিভি, মোহাম্মদ আলী দৈনিক ইনকিলাব, মামুনুুর রশিদ রুবেল দৈনিক ভোরের ডাক, শামিম রায়হান জনকণ্ঠ, জহিরুল ইসলাম জিলু মাই টিভি, শহিদুল্লাহ সাদা মানবকণ্ঠ, আলমগীর হোসেন কুমিল্লার কাগজ,কামরুল হক চৌধুরী কুমিল্লার কাগজ টিভি, আমির হোসেন আমু ভোরের পাতা, মোশায়ারা আক্তার জলি আমাদের অর্থনীতি, হোসাইন মোহাম্মদ দিদার খবরপত্র, মোক্তার হোসাইন মানবজমিন, শরীফ প্রধান আলোকিত বাংলাদেশ, আবদুর রহমান ঢালী প্রথম আলো, সোহেল আহম্মেদ কুমিল্লা.টিভি, মোঃ সালাউদ্দিন আমার সংবাদ, আলী আশরাফ খান, মোঃ মকবুল হোসেন বাংলা টিভি(গজারিয়া), মোঃ জাকির হোসেন আমার বাংলাদেশ, ইব্রাহিম খলিল আমাদের কুমিল্লা, আনিস খান দৈনিক বর্তমান, মোঃ সেলিম দৈনিক জনতা, শাহাদাত হোসেন সাকু সরেজমিন, এস এফ ফিরোজ জেটিভি, লিটন সরকার বাদল এশিয়ান এইজ প্রমুখ।
এবিএন/ জাকির হোসেন হাজারী/জসিম/নির্ঝর