![চীন সফরে যাচ্ছেন মোদি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/modi_136773.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সপ্তাহের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ‘ঘরোয়া শীর্ষ সম্মেলনে’ মিলিত হতে চীন সফরে যাচ্ছেন।
এপ্রিলের ২৭ ও ২৮ তারিখে চীনের হুবেই প্রদেশের রাজধানী য়ুহান শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মাত্র কয়েকমাস আগেই ভারত ও চীনের সেনারা যেভাবে ডোকলামে দিনের পর দিন মুখোমুখি অবস্থানে ছিল, তার এত অল্প সময়ের মধ্যেই দুই দেশের শীর্ষ নেতৃত্ব ঘরোয়া আলোচনায় মুখোমুখি বসতে পারবেন তা অনেকেই ভাবতে পারেননি।
কিন্তু কেন ভারত ও চীন এ আলোচনায় বসতে রাজি হল? দুই শীর্ষ নেতার মধ্যে ঠিক কী নিয়েই বা কথাবার্তা হতে পারে?
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে যোগ দিতে বেজিং গিয়ে দুদিন আগে ভারতের পরারাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন য়ুহানে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের মধ্যে ঘরোয়া সামিটের কথা ঘোষণা করেন, তা কূটনৈতিক মহলে ছিল রীতিমতো অভাবিত।
স্বরাজ ভারতীয় প্রধানমন্ত্রীর চীনে আসার কথা ঘোষণা করে জানান, এ শীর্ষ সম্মেলনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বিশদে আলোচনা হয়েছে।
দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ভারত ও চীনের মধ্যে নানা স্তরে যে আলোচনা হয়ে আসছে এটাও তারই অংশ বলে তিনি মন্তব্য করেন।
অথচ ২০১৭ ছিল স্মরণকালের মধ্যে ভারত-চীন সম্পর্কে সম্ভবত সবচেয়ে খারাপ বছর।
এবিএন/সাদিক/জসিম