![শেরপুরে অপরাজিত’র ১৭তম সংখ্যার মোড়ক উম্মোচন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/morok_abnews_136774.jpg)
শেরপুর (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ : বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোট কাগজ অপরাজিত’র ১৭তম সংখ্যার প্রকাশনা উৎসব গতকাল মঙ্গলবার এপি রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত দৃষ্টিনিউজ২৪ডটকম এর অফিসে অনুষ্ঠিত উৎসবে সংখ্যাটির মোড়ক উম্মোচন শেষে সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভূট্টো, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, শেরপুর ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ¬ব ও অপরাজিত’র সম্পাদক নাহিদ হাসান রবিন।
শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, অপরাজিত’র উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সহ-সম্পাদক লতিফ আদনান ও সাংবাদিক শামীম সরকার বিদ্যুৎ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, শহিদুল ইসলাম শাওন, আবু বকর সিদ্দিক, সৌরভ অধিকারী শুভ, শফিকুল ইসলাম বাবলু ও বিশিষ্ট জনেরা।
প্রকাশিত সংখ্যাটিতে গদ্য, কবিতা ও গল্প লিখেছেন দেশের একঝাঁক নবীন-প্রবীণ লেখক। নান্দনিক প্রচ্ছদে মোড়ানো সংখ্যাটির দাম রাখা হয়েছে একশত টাকা।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি