শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ঠাকুরগাঁও, ২৫ এপ্রিল, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার ১২টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সভাপতি মাহবুল্লাহ আবু নূর, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিসসহ জেলার সকল নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত