শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন

সুনামগঞ্জ, ২৫ এপ্রিল, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রহসনমূলক রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন, আকবর আলী, আনসার উদ্দিন, রেজাউল হক, আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপি নেতা আতম সালেহ, নুর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারাবন্দি করা হয়েছে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ। তারা বলেন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কখনই জাতীয় নির্বাচনে অংশ নেবেনা।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত