![দুর্গাপুরে পৌর শ্রমিকলীগের কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/netrokona-map_136794.jpg)
দুর্গাপুর(নেত্রকোণা) , ২৫ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে গতকাল মঙ্গলবার রাতে জাতীয় শ্রমিকলীগ জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে পৌরশ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তৃ-বার্ষিক নির্বাচনে মোঃ সিদ্দিকুর রহমান সভাপতি ও মোঃ মঞ্জুরুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জনাব ছবি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহঃসভাপতি মোঃ আলী আসগর, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শীতল সরকার, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/নির্ঝর