![ক্রিমিয়ায় সামরিক নজরদারির প্রস্তাব নাকচ রাশিয়ার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/russia_136799.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ক্রিমিয়া রাশিয়ার অংশ। তাই সেখানে সৈন্য সমাবেশ ও সামরিক সরঞ্জামাদি রাখার অধিকার রাশিয়ার রয়েছে। ইউক্রেনের ওপর চোখ রাখার অংশ হিসেবে পুরো উপদ্বীপের ওপর নজরদারির যে কোনো প্রস্তাবকে রাশিয়া বৃথা উস্কানি মনে করে।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রিপাবলিক অব ক্রিমিয়া ও সেভাসস্তোপোল রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে আর কোন কথা থাকতে পারে না।’
মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিয়েনা চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে রাশিয়া ক্রিমিয়ায় পরিদর্শক, পর্যবেক্ষক ও মূল্যায়নকারী দলকে গ্রহণ করতে রাজি আছে।’
রাশিয়া ভিয়েনা প্রস্তাব অনুযায়ী আস্থা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলে সেখানে নজরদারির প্রস্তাব রাখলে মস্কো এ কথা বলেছে।
এবিএন/সাদিক/জসিম