শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে এনএনএমসি জেলা প্লাটফর্ম গঠিত

লালমনিরহাটে এনএনএমসি জেলা প্লাটফর্ম গঠিত

লালমনিরহাট, ২৫ এপ্রিল, এবিনিউজ : ‘‘কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে” এই শ্লোগানকে সাথে নিয়ে যাত্রা শুরু করলো-লালমনিরহাট জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম।

আজ বুধবার নজীর প্রশিক্ষণ কেন্দ্র সভাকক্ষে লালমনিরহাটে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার প্রত্যয়ে লালমনিরহাট জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম গঠিত হয়েছে।

দেশের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ এনএনএমসি- ফাউন্ডেশন হেকস/ইপার এর সহায়তায় নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড আদিবাসী’জ ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় এ প্লাটফর্ম গঠিত হয়েছে।

নূরুল হক সরকার এর সভাপতিত্বে উক্ত প্লাটফর্মে অধ্যাপক আমজাদ হেসেন সরকার’কে সভাপতি, জালাল উদ্দিন ও ঘুগলু বাসফোরকে সহ-সভাপতি, সুপেন দত্ত সম্পাদক, এস দিলিপ রায় যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম ও মুন্নী রানী স্বর্ণকার’কে দপ্তর ও প্রচার সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও ৪ জন উপদেষ্ঠা করে কমিটি গঠনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো- লালমনিরহাট জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম।

কমিটি গঠনের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন অব. আজিজুল হক বীর প্রতীক, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার রায়।

গঠনকৃত এ প্লাটফর্মটি লালমনিরহাটের পিছিয়ে দলিত জনগোষ্ঠী’কে অধিাকার সচেতন করার প্রত্যয়ে বিভিন্ন অ্যাডভোকেসি ইস্যুতে কাজ করবে বলে সভায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত