![শান্তিরাম ইউনিয়নে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/sundargoang-map_136805.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৫ এপ্রিল, এবিনিউজ : স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কোথাও কোন শহীদ মিনার না থাকায় এই প্রথম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলামের উদ্যোগে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
আজ বুধবার শান্তিরাম ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া, শান্তিরাম ইউনিয়ন জাপার সভাপতি শরিফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি