![সুন্দরগঞ্জে কোটা বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/human_cain_abnews_136806.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৫ এপ্রিল, এবিনিউজ : মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
আজ বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার লায়েক আলী খান মিন্টু, এমদাদুল হক বাবলু, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বাবলু মিয়া, আখতারুজ্জামান প্রমুখ।
মানববন্ধন পূর্বে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি