বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অর্থ থাকলেই হবেনা, আলোকিত মানুষ হতে হবে: সাবেক প্রধান বিচারপতি

অর্থ থাকলেই হবেনা, আলোকিত মানুষ হতে হবে: সাবেক প্রধান বিচারপতি

অর্থ থাকলেই হবেনা, আলোকিত মানুষ হতে হবে: সাবেক প্রধান বিচারপতি

তিতাস (কুমিল্লা) , ২৫ এপ্রিল, এবিনিউজ : অর্থ থাকলেই হবেনা, আলোকিত মানুষ হতে হবে এবং আলোকিত সমাজ গড়তে হবে, শুধু শিক্ষিত হলেই হবেনা বরং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

সাবেক প্রধান বিচারপতি ব্যরিস্টার তাফাজ্জল ইসলাম আজ বুধবার তার নিজ গ্রাম কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজার সংলগ্ন বালুরমাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচিভুক্ত মজিদপুর ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।

উক্ত সভায় শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালাক হুমায়রা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসফ এর সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. জাহেদা আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন শক্তি ফাউন্ডেশনের উপপরিচালক মাহফুজুর রশিদ। । এছাড়াও উক্ত কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ৩শতাধিক রোগীকে বিভিন্ন রোগের ফ্রি ঔষধসহ চিকিৎসা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণের আয়োজন করা হয়।

এবিএন/কবির হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত