![জলঢাকায় শ্রেষ্ঠ সম্মাননা পেল ৭ শিক্ষকসহ ৪ প্রতিষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/hasan-sresto_136810.jpg)
জলঢাকা, নীলফামারী, ২৫ এপ্রিল, এবিনিউজ : নীলফামারী জলঢাকায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছে ৭ শিক্ষকসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠানের নিকট ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন কলেজপর্যায় (কারিগরি) হালিমুর রহমান, স্কুল পর্যায় মীরগঞ্জহাট উচ্চ বিদ্যালয়, আরজু আজিজ, মাদ্রাসা পর্যায় শৌলমারী আনছারহাট বহুমুখী দাখিল মাদ্রাসার মুশফিকুর রহমান।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানরা হলেন জ্যোতিষ চন্দ্র রায়, অধ্যক্ষ হাফেজ মো. ফয়জুল ইসলাম, অধ্যক্ষ আবেদ আলী, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো হলো কাঁঠালী এস.সি উচ্চ বিদ্যালয়, রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ, গোলমুন্ডা ফাজিল মাদ্রাসা ও জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই)।
এর আগে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবেদ আলী, ভাইস চেয়ারম্যান রিভা আমজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এদিকে একই অনুষ্ঠানে কলেজ ও স্কুলপর্যায়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এবিএন/মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/নির্ঝর