শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বগুড়ার শেরপুরে লোকালয়ে হুনুমান: উৎসুক জনতার ভীড়

বগুড়ার শেরপুরে লোকালয়ে হুনুমান: উৎসুক জনতার ভীড়

বগুড়ার শেরপুরে লোকালয়ে হুনুমান: উৎসুক জনতার ভীড়

শেরপুর (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার শেরপুরের শালফা এলকায় গতকাল বুধবার সকালে লোকালয়ে দেখা দিয়েছে একটি হুনুমান। হুনুমানকে দেখতে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। জানা যায়, ভারত থেকে আমদানিকৃত ফলের গাড়িতে বাংলাদেশে হুনুমানটি আসে।

গত ২ মাস আগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় সেটিকে দেখা যায়। তারপর গতকাল মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলায় দেখা গেলে উপজেলা প্রসাশন রক্ষানাবেক্ষনের জন্য হুনুমাটিকে ধরতে ব্যর্থ হলে রাতের যে কোন সময় হুনুমানটি শেরপুর উপজেলায় প্রবেশ করে।

আজ বুধবার সকাল ১০ টায় শালফা গ্রামের মৃত নশকর মোল্লার ছেলে মো. তুজাম মোল্লার বাড়ির খরের পালার কাছে হুনুমানটিকে দেখা যায়। এ খবর মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পরলে হুনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভীড় জমায়। এ সংবাদ লেখা পর্যন্ত কারো পক্ষ থেকে হুনুমানটিকে উদ্ধারের চেষ্টা করা হয়নি। হুনুমানটি বর্তমানে ওই এলাকাতেই অবস্থান করছে।

এ ব্যাপারে ফরেষ্ট রেঞ্জার আইনুল হক বলেন, হুনুমানটিকে কেউ বিরক্ত না করলে সেও কারো ক্ষতি করবেনা।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত