বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ডোমারে সড়ক সংস্কার ও পানি নিস্কাষনের দাবীতে মানববন্ধন

ডোমারে সড়ক সংস্কার ও পানি নিস্কাষনের দাবীতে মানববন্ধন

ডোমারে সড়ক সংস্কার ও পানি নিস্কাষনের দাবীতে মানববন্ধন

নীলফামারী, ২৫ এপ্রিল, এবিনিউজ : প্রধান সড়ক সংস্কার,পানি নিস্কাষন ব্যবস্থার উন্নয়ন ও দশ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবীতে নীলফামারীর ডোমারে মানববন্ধন পালিত হয়েছে।

আজ বুধবার সকাল সারে দশ ঘটিকায় শহরের রেলঘুমটি মোড়ে সম্মিলিত ডোমারবাসীর ব্যানারে এই কর্মসুচী পালন করা হয়। ডোমার প্রেসক্লাব সম্পাদক মোঃ আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন বামনেতা প্রিন্স চাকলাদারের সঞ্চালনায় লিটল হার্টস স্কুলের পরিচালক পাপ্পু,ছাত্র শাকিল, প্রভাষক জাকির প্রধান সহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা ডোমার পৌর শহরের প্রধান সড়কসহ সকল সড়ক সংস্কার,শহরে পানি নিস্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডোমাররুট দিয়ে দশ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবী জানান। তারা বলেন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ফলে ভোগান্তির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বস নেমে এসেছে। বক্তারা বলেন, অবিলম্বে ডোমারের প্রধান সড়ক সংস্কার করা না হলে সকল রাজনৈতিক নেতাদের বাড়ী অবরোধ করা হবে। মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে ।

এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত