![পাঁচবিবিতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/joypurhat_abnews24_136817.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৫ এপ্রিল, এবিনিউজ: জয়পুরহাটের পাঁচবিবিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশন, পাঁচবিবি জয়পুরহাট ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে
আজ বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম। প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় জনগণ কিভাবে তথ্য জানতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল- কলেজের প্রধান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।
এবিএন/সজল কুমার দাস/জসিম/তোহা